https://youtu.be/8yG6ovH0EIM?si=Wmk9hF0tHeINrVXb
বন্ধুরা, হঠাৎ করেই সোনার দাম যেভাবে আকাশ ছুঁয়েছিল সেটা এখন একটু থেমেছে অর্থাৎ একটু স্থিতিশীল জায়গায় এসেছে।
গত কয়েকদিনে দাম কিছুটা নেমে এসে এখন কলকাতাসহ গোটা ভারতের বাজারে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু প্রশ্ন হলো – কেনো হঠাৎ এই ব্যালান্স? দাম কি এখন সত্যিই থেমে গেছে, না কি আবারও বাড়ার সম্ভাবনা আছে?
আজকের আমরা জেনে এবং দেখে নেব।
নিচের ভিডিওতে আজকে গোল্ড একই রেট চলছে কলকাতাতে আপনার আপডেট পেয়ে যাবেন।
আন্তর্জাতিক বাজারে কী পরিবর্তন হয়েছে,
বিনিয়োগকারীরা কেন প্রফিট বুক করছে,
দাম ঊর্ধ্বমুখী ছিল, তাই অনেক বিনিয়োগকারী “প্রফিট বুকিং” শুরু করেছে দামটা পড়েছে।
মুদ্রানীতি ও ডলারের ভূমিকা
সাধারণভাবে, মার্কিন Federal Reserve-এর সুদের হার কমলে সোনা তুলনায় ভাল বিকল্প হয় - দাম বাড়তে পারে।
সোনা সাধারণত "রিস্ক অফ” সিকিউরিটি - অর্থাৎ যেসময় বৈশ্বিক সমস্যা, মুদ্রা দুর্বলতা, জিওপলিটিক্যাল চাপ বাড়ে, তখন সোনায় চাড়া হয়।
কিন্তু বর্তমানে কিছুটা ঝুঁকি কমেছে, অথবা ঝুঁকির প্রবাহ একটু ধীর হয়েছে, ফলে সোনা যে উত্তেজনায় ছিল একটু সেটাও একটু কম।
কিন্তু বর্তমানে ফেড একটু “সাবধান” সিগন্যাল দিয়েছে যে তারা অত দ্রুত রেট কাটছে না। উপরিউক্ত এসব কারণগুলির জন্য কিছুটা দাম কম হয়েছে এবং একটু জায়গায় সামান্য কমবেশি উঠানামা করছে অর্থাৎ দাঁড়িয়ে আছে






